ছয় দফা দাবি আদায় এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে পলিটেকনিক শিক্ষার্থীদের পূর্বঘোষিত মহাসমাবেশ শুরু হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ের নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ মহাসমাবেশ শুরু হয়। ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারি,’ ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,’ ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’। এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ এলাকা, যা তাদের দৃঢ় অবস্থান ও একাত্মতাকে প্রকাশ করে।
সমাবেশের অংশ হিসেবে সকাল থেকেই কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং ধীরে ধীরে আগারগাঁওয়ের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এসে মহাসমাবেশে যোগ দেন।
সমাবেশে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিগুলোর পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, প্রযুক্তিগত শিক্ষার উন্নয়ন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা রক্ষায় এই আন্দোলন চলবে। স্লোগানে এবং প্ল্যাকার্ডে তারা তাঁদের সংকল্প ও দাবি আদায়ের দৃঢ়তা তুলে ধরেন।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ
জিও নিউজ ২৪ ঘণ্টা বাংলার খবর