মাত্র পাঁচ দিন আগেই নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। থাইল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ২৭১ রান করে রেকর্ড গড়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। কিন্তু সেই রেকর্ড খুব বেশি দিন টিকল না। আজ স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি দুর্দান্ত ইনিংস খেলে নিজেদেরই গড়া রেকর্ড ভেঙে দিলো তারা।
টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দল ৬ উইকেট হারিয়ে করেছে রেকর্ড ২৭৬ রান। এটি এখন তাদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। প্রতিপক্ষের বিপক্ষে এমন দৃঢ় ব্যাটিং প্রদর্শনী দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
এই রেকর্ড গড়ার ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আজ আইসিসির কাছ থেকে সুখবর পাওয়ার দিনেই তিনি খেলেছেন অপরাজিত ৮৩ রানের এক ইনিংস। স্ট্রাইক রেট ছিল ১৪০.৬৭ এবং ইনিংসটি সাজানো ছিল ১১টি চার দিয়ে। তার ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং—১৭তম স্থানে ওঠার দিনেই এমন এক অনন্য ইনিংস নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।
জ্যোতির ইনিংসের আগে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত এনে দেন দুই ওপেনার ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১০৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। দুজনই খেলেছেন সমান ৫৭ রানের ইনিংস, যা দলের স্কোরবোর্ড সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখে।
স্কটল্যান্ডের বোলারদের মধ্যে ক্যাথরিন ব্রাইস ছিলেন কিছুটা সফল, তিনিই দলের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন। তবে তার চেষ্টাও থামাতে পারেনি বাংলাদেশের রানের গতি।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ নারী দল বাছাই পর্বে টানা তিনটি ম্যাচ জিতলো। আজকের ম্যাচে জয় পেলে ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়ে উঠবে। কারণ শেষ দুই ম্যাচের যেকোনো একটি জিতলেই বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ। আর সেই ফাইনালে উঠলেই নিশ্চিত হয়ে যাবে ভারত বিশ্বকাপের টিকিট।
তথ্যসূত্র: কালের কণ্ঠ
জিও নিউজ ২৪ ঘণ্টা বাংলার খবর