ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বে জাতীয় দলের সতীর্থরা মাঠে মাতালেও সেদিকে দেখা যায়নি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। কাঁধের পুরনো চোট তার মাঠে ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সুসংবাদ হচ্ছে—এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া ডিপিএলের সুপার লিগে মাঠে নামতে প্রস্তুত মুস্তাফিজ। চলতি আসরে শুরুতে কোনো দলের সঙ্গে চুক্তি না করলেও সুপার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার কথা নিশ্চিত হওয়া গেছে। তাকে পেতে ইতিমধ্যেই মোহামেডান ক্লাবের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।
পয়েন্ট তালিকায় মোহামেডান আছে দ্বিতীয় স্থানে। যদিও শীর্ষে থাকা আবাহনী লিমিটেডের মতোই তাদেরও ১১ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট রয়েছে। তবে নেট রানরেটের দিক থেকে পিছিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মোহামেডান। তাই সুপার লিগে প্রতিযোগিতা জমাতে তারা মুস্তাফিজের মতো অভিজ্ঞ পেসারকে দলে নেওয়ার চেষ্টা করেছে।
সর্বশেষ মুস্তাফিজকে মাঠে দেখা গিয়েছিল চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচের পর আবারো কাঁধের চোট ফিরে আসায় তাকে মাঠের বাইরে থাকতে হয়। তবে পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে শেষ করে গেল কয়েকদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করেছেন তিনি।
সব প্রস্তুতি যেন ঠিকঠাক থাকে, সে লক্ষ্যেই অনুশীলনে ফিরেছেন মুস্তাফিজ। এবার আর কোনো বাধা না থাকলে সুপার লিগের শুরু থেকেই মাঠে দেখা যাবে এই বাঁহাতি পেসারকে। তার প্রত্যাবর্তন নিঃসন্দেহে মোহামেডান শিবিরে নতুন উদ্দীপনা এনে দেবে।
তথ্য সূত্র: দৈনিক জনকণ্ঠ
জিও নিউজ ২৪ ঘণ্টা বাংলার খবর