লাহোরে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচ জিতে স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই নিশ্চিত হতো বিশ্বকাপের টিকিট। তবে সেই কাঙ্ক্ষিত জয় অধরাই রয়ে গেল নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তার সুপ্তাদের। ৪ উইকেটের হারে বিশ্বকাপের অপেক্ষা আরও দীর্ঘ হলো।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ২২৬ রান। দলের এই সংগ্রহে বড় অবদান শারমিন আক্তার সুপ্তার। ইনিংসের শুরুতে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারালেও ফারজানা হক পিংকির সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়ে ওঠে ১১৮ রানের জুটি। দলীয় সংগ্রহ তখন ১ উইকেটে ১৩৪।
এই চমৎকার শুরুর পর হঠাৎই ব্যাটিং ধস নামে বাংলাদেশ শিবিরে। পরবর্তী ৪৩ রানে ৬ উইকেট হারায় দলটি। ৬৭ রান করা শারমিন ও ৪২ রান করা পিংকি দুজনেই ফেরেন প্যাভিলিয়নে। এরপর শেষ দিকে নাহিদা আক্তার (২৫) ও রাবেয়া খাতুন (২৩*) দলের সংগ্রহটিকে ২২৬ পর্যন্ত নিয়ে যান।
লক্ষ্য তাড়ায় নামা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের শুরুটা ছিল ধীর, তবে কার্যকর। জান্নাতুল ফেরদৌস শুরুতে জাইদা জেমসকে মাত্র ৯ রানে বোল্ড করে দলকে ভালো সূচনা এনে দেন। কিন্তু এরপর ছোট ছোট জুটি গড়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে যায় ক্যারিবিয়ান ব্যাটাররা।
বিশেষ করে চতুর্থ উইকেটে স্টেফানি টেইলর ও হেইলি ম্যাথুজের ৬৬ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর পেসার মারুফা আক্তার পরপর দুজনকে ফেরান— ম্যাথুজ ৩৩ ও টেইলর ৩৬ রান করেন।
তবে বাংলাদেশকে আর ঘুরে দাঁড়াতে দেয়নি চিনেলি হেনরি। লাহোরের উইকেটে বুক চিতিয়ে দাঁড়িয়ে হেনরি অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলকে জয়ের দ্বারে পৌঁছে দেন। তার সঙ্গে ষষ্ঠ উইকেটে শাবিকা গজনবির ২০ রানের ইনিংসে গড়া ৫০ রানের জুটি নিশ্চিত করে ক্যারিবিয়ানদের জয়।
এই হারের ফলে নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। এখন বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে জয় পেতে হবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ
জিও নিউজ ২৪ ঘণ্টা বাংলার খবর