মালায়লাম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্তা ও মাদক সেবনের মতো গুরুতর ইস্যু নিয়ে যখন একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করে, তখন প্রতিবাদী কণ্ঠ হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ভিন্সি অ্যালোশিয়াস। সেই সময় তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, মাদক সেবনকারী কোনো অভিনেতার সঙ্গে তিনি আর কাজ করবেন না। তার এই বক্তব্য জনসমক্ষে আসার পর থেকেই শুরু হয় বিতর্ক। নানা সমালোচনার মুখে পড়েন তিনি, এমনকি হেনস্তারও শিকার হন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিজের সেই মন্তব্যের পেছনের কারণ তুলে ধরেন ভিন্সি। তিনি বলেন, “কয়েকদিন আগে একটি মাদকবিরোধী প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। সেখানেই বলেছিলাম, আমি আমার পরিচিত যেসব সহ-অভিনেতা মাদক সেবন করেন, তাদের সঙ্গে আর সিনেমা করব না। এই বক্তব্য দেওয়ার পর নানা ধরনের মন্তব্য আমার দিকে ছুঁড়ে দেওয়া হয়। তখনই মনে হয়েছিল, আমি কেন এমন বলেছি তা সবার কাছে পরিষ্কার করা উচিত।”
ভিডিও বার্তায় নিজের অভিজ্ঞতা শেয়ার করে এই অভিনেত্রী বলেন, “আমি একটি ছবিতে কাজ করছিলাম, যেখানে প্রধান চরিত্রে থাকা একজন সহ-অভিনেতা নিয়মিত মাদক সেবন করতেন। শুধু তাই নয়, তিনি বাজে ব্যবহারও করতেন। আমার পোশাক নিয়েও আপত্তি তুলতেন। একবার তো সবার সামনেই আমাকে বলেছিলেন, আমার পোশাক ‘ঠিক’ করতে হবে। এমনকি তিনি নিজে এগিয়ে এসে জোর করে আমার পোশাক ঠিক করার চেষ্টা করেছিলেন।”
তিনি আরও জানান, “একটি দৃশ্যের মহড়ার সময় হঠাৎ করে তার মুখ থেকে সাদা কিছু পড়ে যায় টেবিলের উপর। স্পষ্ট বোঝা যাচ্ছিল, তিনি সেটে থেকেও মাদক সেবন করছিলেন। এই ঘটনায় শুধু আমি নই, সেটে উপস্থিত প্রত্যেকেই বিরক্ত হয়ে পড়েছিলেন। ব্যক্তিগত জীবনে কেউ কী করছে সেটা একান্ত তার বিষয়। কিন্তু সেই অভ্যাস যদি কাজের পরিবেশকে প্রভাবিত করে, তখন সেটা আর ব্যক্তিগত থাকে না—তা তখন সমস্যা হয়ে দাঁড়ায়।”
ভিন্সি অ্যালোশিয়াস বলেন, “আমি এমন পরিবেশে কাজ করতে পারি না। ওই অভিনেতার ব্যাপারে সবাই জানতেন, এমনকি পরিচালকও তাকে সতর্ক করেছিলেন। কিন্তু কিছুতেই কোনও পরিবর্তন আসেনি।”
তার এই সাহসী বক্তব্য মালায়লাম ইন্ডাস্ট্রির অন্ধকার দিকগুলো আরও একবার সামনে নিয়ে এল। ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে ভিন্সি তার অবস্থান স্পষ্ট করেছেন—যা ইন্ডাস্ট্রিতে মাদক এবং অনৈতিক ব্যবহারের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
তথ্যসূত্র: সমকাল
জিও নিউজ ২৪ ঘণ্টা বাংলার খবর